বাংলার খবর২৪.কম : টাঙ্গাইলে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত হারুন অর রশীদ ওরফে রাজিবকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেফতার করা হয়। র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম শীর্ষ নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এজাহারভূক্ত দুই আসামিসহ আরো চারজনকে গ্রেফতার করেছিল র্যাব। গ্রেফতারকৃতরা হলেন; নিপু (২৫), তার বাবা আবুল কাশেম (৫০), কাউছার মাহমুদ স্বপন ও আসিফ ইসমাঈল। এদের মধ্যে আবুল কাশেম মামলার দুই নম্বর ও নিপু ৭ নম্বর আসামি।
তিনি আরো জানান; রাজীব হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কালিয়াকৈর থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পেট্রল দিয়ে পুড়িয়ে গত ৬ অক্টোবর রাতে মা ও তিন মেয়েকে হত্যা করা হয়।