বাংলার খবর২৪.কম : সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেছেন, মাদক একটি সর্বনাশা ব্যাধি। মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, প্রতিটি জেলার প্রায় ৯৭ কিলোমিটার সীমান্ত এলাকা মাদকমুক্ত রাখতে বিজেবি ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তাদের সর্বদা সজাগ রাখার জন্য জোর তাগিদ দেয়া হয়েছে।
পাশাপাশি ওপারের সীমান্ত রক্ষীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক বজায় রেখে চোরাচালানিদের আইনের আওতায় আনতে সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, মাদক বিক্রেতা ও সেবী যতই ক্ষমতাসীন হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে সীমান্তের প্রহরীদের সাথে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।
সোমবার দুপুরে সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন বর্ডার গার্ড অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার।
উল্লেখ্য তার কমান্ডে জেলার বিভিন্ন সীমান্তে মাদক র্নিমূলে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক বিক্রেতাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।