অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

নিজের থাকার ঘর ও জমি নেই ‘জমির আলীর’

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট প্রতিনিধি : বছরের পর বছর ধরে জমির আলী পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন অন‍্যের জমিতে। এর আগে পরিবার নিয়ে কয়েক বছর মামার বাড়িতে বসবাস করেছিলেন কিন্তু মামার জমিতে যখন থাকতে দিলো না তখন পরিবার নিয়ে বাধ্য হয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে খোলা আকাশের নীচে থাকতে হয় জমির আলীর এর পর আশ্রয় মিলে মালেক-মোস্তাকের বাড়িতে।

মালেক-মোস্তাকের বাড়িতে প্রায় ৬ বছরের মত পরিবার নিয়ে বসবাস করার পর যখন এরাও থাকতে দিলো না তখন পরিবার নিয়ে আবারও আশ্রয় মিলে খোলা আকাশের নীচে পরবর্তীতে আশ্রয় মিলে মোঃ ওসমানের বাড়িতে।

এখানে কয়েক বছর থাকার পর আশ্রয় মিলে সিদ্দিক প্রফেসরের বাড়িতে, এখানে প্রায় ৮-৯ বছর থাকার পর আবার পরিবার নিয়ে চলে যেতে হল ঐ মামার বাড়িতেই।

মামার বাড়িতে প্রায় ৮ বছর থাকার পর যখন আবার বের করে দিল তখন সাবেক ছিটমহলে বোনের জমিতে বাড়ি করে কেন রকম পরিবারের ৫ সদস্য নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে জমির আলীর পরিবারের।

জমির আলী কেঁদে কেঁদে দীর্ঘশ্বাস নিয়ে বলেন, এমন করি মাইসের( মানুষ) জমিতে আর কত দিন থাকব। ঘুম আসেনা,নিজের জমি জমা নেই,
বউ বাচ্চার অসুখ হইলে কি দিয়া ডাক্তার দেখাব,এই দুশ্চিন্তায় রাইত জাগি চোখের পানি ফেলি, আল্লাহ হামার ভিতি চোখ তুলি দেখেন।

লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়ন ধাইরখাতা বাশপচাই( সাবেক ছিটমহল) এর বাসিন্দা জমির আলী(৬১)। তিনি তার স্ত্রী মোছাঃ মমিনা বেগম, দুই পুত্র মমিনুল হক, মাসুদ রানা, কন্যা মিনা আক্তার কে নিয়ে মোফাজ্জল হোসেন( জমির আলীর বোনের স্বামী ) জমিতে বতর্মান প্রায় ৭ বছর থেকে পরিবার নিয়ে বসবাস করছেন।

এলাকা বাসী বলেন, জমির আলীর কোনো জমি-জমা নেই।, তিনি অনেক বছর থেকে অন‍্যের জমির ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন, এখন পর্যন্ত অনেক এলাকায় থেকেছেন। তাদের পরিবার নিয়ে থাকার মত কোনো জমি জমা নেই। তিনি একজন দিন মজুর। তিনি একদিন কামলা না দিলে তার সংসার চলে না। তিনি তার পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছে। আমরা এলাকাবাসী মাননীয় প্রধান মন্ত্রী কে অনুরোধ করি, আপনি জমির আলীর পরিবারকে গৃহ এবং জমি প্রদান করবেন।

কুলাঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী বলেন, তার ভূমিহীনের বিষয়টি কেউ আমাকে জানায়নি, যদি সে ভূমিহীন হয় এ বিষয়ে সে আবেদন করুক, আলোচনা করে ঘর দেয়ার চেষ্টা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

নিজের থাকার ঘর ও জমি নেই ‘জমির আলীর’

আপডেট টাইম : ০৪:৩৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট প্রতিনিধি : বছরের পর বছর ধরে জমির আলী পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন অন‍্যের জমিতে। এর আগে পরিবার নিয়ে কয়েক বছর মামার বাড়িতে বসবাস করেছিলেন কিন্তু মামার জমিতে যখন থাকতে দিলো না তখন পরিবার নিয়ে বাধ্য হয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে খোলা আকাশের নীচে থাকতে হয় জমির আলীর এর পর আশ্রয় মিলে মালেক-মোস্তাকের বাড়িতে।

মালেক-মোস্তাকের বাড়িতে প্রায় ৬ বছরের মত পরিবার নিয়ে বসবাস করার পর যখন এরাও থাকতে দিলো না তখন পরিবার নিয়ে আবারও আশ্রয় মিলে খোলা আকাশের নীচে পরবর্তীতে আশ্রয় মিলে মোঃ ওসমানের বাড়িতে।

এখানে কয়েক বছর থাকার পর আশ্রয় মিলে সিদ্দিক প্রফেসরের বাড়িতে, এখানে প্রায় ৮-৯ বছর থাকার পর আবার পরিবার নিয়ে চলে যেতে হল ঐ মামার বাড়িতেই।

মামার বাড়িতে প্রায় ৮ বছর থাকার পর যখন আবার বের করে দিল তখন সাবেক ছিটমহলে বোনের জমিতে বাড়ি করে কেন রকম পরিবারের ৫ সদস্য নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে জমির আলীর পরিবারের।

জমির আলী কেঁদে কেঁদে দীর্ঘশ্বাস নিয়ে বলেন, এমন করি মাইসের( মানুষ) জমিতে আর কত দিন থাকব। ঘুম আসেনা,নিজের জমি জমা নেই,
বউ বাচ্চার অসুখ হইলে কি দিয়া ডাক্তার দেখাব,এই দুশ্চিন্তায় রাইত জাগি চোখের পানি ফেলি, আল্লাহ হামার ভিতি চোখ তুলি দেখেন।

লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়ন ধাইরখাতা বাশপচাই( সাবেক ছিটমহল) এর বাসিন্দা জমির আলী(৬১)। তিনি তার স্ত্রী মোছাঃ মমিনা বেগম, দুই পুত্র মমিনুল হক, মাসুদ রানা, কন্যা মিনা আক্তার কে নিয়ে মোফাজ্জল হোসেন( জমির আলীর বোনের স্বামী ) জমিতে বতর্মান প্রায় ৭ বছর থেকে পরিবার নিয়ে বসবাস করছেন।

এলাকা বাসী বলেন, জমির আলীর কোনো জমি-জমা নেই।, তিনি অনেক বছর থেকে অন‍্যের জমির ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন, এখন পর্যন্ত অনেক এলাকায় থেকেছেন। তাদের পরিবার নিয়ে থাকার মত কোনো জমি জমা নেই। তিনি একজন দিন মজুর। তিনি একদিন কামলা না দিলে তার সংসার চলে না। তিনি তার পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছে। আমরা এলাকাবাসী মাননীয় প্রধান মন্ত্রী কে অনুরোধ করি, আপনি জমির আলীর পরিবারকে গৃহ এবং জমি প্রদান করবেন।

কুলাঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী বলেন, তার ভূমিহীনের বিষয়টি কেউ আমাকে জানায়নি, যদি সে ভূমিহীন হয় এ বিষয়ে সে আবেদন করুক, আলোচনা করে ঘর দেয়ার চেষ্টা করা হবে।