ডেস্ক : রাজধানীর সবুজবাগ থানার উত্তর মানিকদিয়া থেকে খাদিজা বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে।
শনিবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে। পরে রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরন। তিনি জানান, দুপুর পৌনে ৩টার দিকে আমরা খবর পেয়ে মানিকদিয়া বালুর মাঠ এলাকায় ছন বনের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা কয়। এক নারীকে আমরা মৃত অবস্থায় পাই। প্রাথমিকভাবে তার নাম জানতে পারিনি। পরে প্রযুক্তির সহায়তা ওই নারীর নাম খাদিজা বেগম নামে জানতে পারি। সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি একাধিক ব্যক্তি তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে।
আজমিন নাহার বলেন, আশপাশের লোকজনদের কাছে জানতে পারি ওই নারী এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন। পরিচয় বের করার পর তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ওই নারী গত দুই বছর যাবত নিখোঁজ ও ১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার জারুয়া আসামপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল কারি মিয়ার মেয়ে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান