
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শেখ আসাদুজ্জামান সভাপতি ও ওমর হাসান সানিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির ও সাধারণ সম্পাদক ইস্রাফিল খান নেওয়াজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি এক বছরের জন্য অনুমোদন দিয়েছেন।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করতে ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান কমিটিকে বলা হয়েছে। বর্তমান ইউনিয়ন কমিটির সভাপতি শেখ আসাদুজ্জামান বলেন, জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব মেনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য ইউনিয়ন কমিটি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।