ডেস্ক : রাজধানীর কমলাপুরে বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. সাফায়েত আহমেদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে এই ঘটনা।
মৃত সাফায়েত কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। সে কমলাপুরে ইস্টার্ন হাউজিংয়ের ঐ ভবনের ১২ তলায় পরিবারের সঙ্গে থাকতো।
মৃতের বাবা শাহ আলম জানান, ইস্টার্ন হাউজিংয়ের ঐ ভবনটি ১৭ তলা। ১২ তলা থেকে লিফটে উঠার জন্য দৌড় দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ির রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায় সাফায়েত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান