ডেস্ক : দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরে যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন যাত্রী।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে দিনাজপুর জেলার কাহরোল উপজেলার দশমাইল টেক্সটাইল মোড় এলাকায়।
নিহতরা হলেন- দিনাজপুর চিরিবন্দর উপজেলার সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৪২), একই উপজেলার লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৭) এবং শামসুর রহমানের পুত্র সোহানুর রহমান সোহান (৩০)। নিহত তিনজন পিকআপ ভ্যানের চালক এবং হেলপার ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ঠাকুরগাঁও গামী বিআরটিসি যাত্রীবাহী বাসটি দশমাইলের অদূরে টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত ১০ যাত্রীকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান