পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন Logo বাউরা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনসমক্ষে যৌনতা, কারাগারে যুগল

আন্তর্জাতিক ডেস্ক,34657_o-RETIREMENT-570-: পেগি ক্লেম (৬৮)। তার রয়েছে সন্তান-সন্তুতি। রয়েছে নাতিপুতি। তিনিই কিনা পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হলেন! তাও কোন রাখঢাক না রেখেই। একেবারে প্রকাশ্যে, সবার সামনে। এ কারণে, তাকে ও তার সেই প্রেমিক ৪৯ বছর বয়সী ডেভিড বোবিলিয়াকে ৬ মাসের জেল দিয়েছে আদালত।
এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ক্লিক অরল্যান্ডো এক রিপোর্টে বলেছে, তারা লেক সামটার ল্যান্ডিয় মার্কেট স্কয়ারে প্রকাশ্যে ওই শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিলেন। ওই এলাকাটি বিশেষত চাকরি জীবনে অবসরপ্রাপ্ত লোকজনের। একে বলা হয় দ্য ভিলেজ। এখানে বসবাস করে এক লাখের মতো মানুষ। এ এলাকাটিতে রাতে নামে বন্যতা। মাত্র ৩.৭৫ ডলারের বিনিময়ে সেখানে বসে ককটেল পার্টি। আর চলে যৌন বাণিজ্য। পেগি ক্লেমের বিরুদ্ধে আগে থেকেও অভিযোগ ছিল বেপরোয়াভাবে গাড়ি চালানোর। তার সঙ্গে যুক্ত হয়েছে খোলামেলা স্থানে শারীরিক সম্পর্ক স্থাপন।
১২ই জুন রাত সাড়ে ১০ টার দিকে ক্লেম ও বোবিলিয়াকে আপত্তিকর অবস্থায় আবিস্কার করে লোকজন। এ খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। পরে তোলা হয় আদালতে। সেখানে উপস্থিত ছিল ক্লেম-এর স্বামী ফ্রাংক ক্লেম (৫০)। স্ত্রী এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে তবুও তার পাশে এদিনও দাঁড়িয়ে ছিলেন ফ্রাংক। তিনি স্ত্রীকে ভীষণ ভালবাসেন। তাই বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, আমি তোমাকে ভালবাসি।
তিনি বিচারককে বললেন, যতদূর জানি আমার স্ত্রী একজন চমৎকার নারী। তাকে দ্বিতীয় একটি সুযোগ দেয়া যায়। তার বিষয়ে আমার এতটুকুই বলার আছে। এ সময় বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন পেগি ক্লেম। কিন্তু কিছুতেই কিছু হলো না। বিচারকের মন গললো না। তিনি পেগি ক্লেম ও বোবিলিয়াকে ৬ মাসের জেল দিয়ে দিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

জনসমক্ষে যৌনতা, কারাগারে যুগল

আপডেট টাইম : ১২:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪

আন্তর্জাতিক ডেস্ক,34657_o-RETIREMENT-570-: পেগি ক্লেম (৬৮)। তার রয়েছে সন্তান-সন্তুতি। রয়েছে নাতিপুতি। তিনিই কিনা পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হলেন! তাও কোন রাখঢাক না রেখেই। একেবারে প্রকাশ্যে, সবার সামনে। এ কারণে, তাকে ও তার সেই প্রেমিক ৪৯ বছর বয়সী ডেভিড বোবিলিয়াকে ৬ মাসের জেল দিয়েছে আদালত।
এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ক্লিক অরল্যান্ডো এক রিপোর্টে বলেছে, তারা লেক সামটার ল্যান্ডিয় মার্কেট স্কয়ারে প্রকাশ্যে ওই শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিলেন। ওই এলাকাটি বিশেষত চাকরি জীবনে অবসরপ্রাপ্ত লোকজনের। একে বলা হয় দ্য ভিলেজ। এখানে বসবাস করে এক লাখের মতো মানুষ। এ এলাকাটিতে রাতে নামে বন্যতা। মাত্র ৩.৭৫ ডলারের বিনিময়ে সেখানে বসে ককটেল পার্টি। আর চলে যৌন বাণিজ্য। পেগি ক্লেমের বিরুদ্ধে আগে থেকেও অভিযোগ ছিল বেপরোয়াভাবে গাড়ি চালানোর। তার সঙ্গে যুক্ত হয়েছে খোলামেলা স্থানে শারীরিক সম্পর্ক স্থাপন।
১২ই জুন রাত সাড়ে ১০ টার দিকে ক্লেম ও বোবিলিয়াকে আপত্তিকর অবস্থায় আবিস্কার করে লোকজন। এ খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। পরে তোলা হয় আদালতে। সেখানে উপস্থিত ছিল ক্লেম-এর স্বামী ফ্রাংক ক্লেম (৫০)। স্ত্রী এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে তবুও তার পাশে এদিনও দাঁড়িয়ে ছিলেন ফ্রাংক। তিনি স্ত্রীকে ভীষণ ভালবাসেন। তাই বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, আমি তোমাকে ভালবাসি।
তিনি বিচারককে বললেন, যতদূর জানি আমার স্ত্রী একজন চমৎকার নারী। তাকে দ্বিতীয় একটি সুযোগ দেয়া যায়। তার বিষয়ে আমার এতটুকুই বলার আছে। এ সময় বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন পেগি ক্লেম। কিন্তু কিছুতেই কিছু হলো না। বিচারকের মন গললো না। তিনি পেগি ক্লেম ও বোবিলিয়াকে ৬ মাসের জেল দিয়ে দিলেন।