মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট লালমনিরহাট: ২০ মার্চ সোমবার সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ ও জমি প্রদান কার্যক্রম সংক্রান্তে সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় করেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ টি বাস্তবায়ন এর লক্ষে আশ্রয়ন -২ প্রকল্প হতে ২০২০ -২০২১ অর্থবছরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও ২ শতাংশ জমি প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়।
সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলাতেও মাননীয় প্রধানমন্ত্রীর এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। সে লক্ষ্যে ১ম পর্যায়ে ২০ জানুয়ারী ২০২১ তারিখে ৫ টি উপজেলায় ৯৭৮ টি ঘর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ব্যায় ধরা হয়েছে ১৬,৭২,৩৮,০০০ টাকা। ১ম পর্যায়ে গৃহ নির্মাণ ও পূনর্বাসন সম্পন্নের পর একই উদ্যোগে ঘরের ডিজাইনের কিছু পরিবর্তন এনে ২য় পর্যায়ে ৯১৫ টি ঘর ১৭,৪৩,৫০,০০০ টাকায় নির্মাণ করা হয়েছে।
১ম ও ২য় পর্যায়ের পর ৩য় পর্যায়ে ঘরের ডিজাইনের আবারো পরিবর্তন করে প্রতিটি ঘরে ২’৫৯,৫০০ টাকা বরাদ্দ দেয়া হয় এবং লালমনিরহাটের ৫টি উপজেলায় ১১৮৪ টি ঘর ৩০,৭২,৪৮,০০০, টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
১ম’২য় ও ৩য় পর্যায়ে গৃহনির্মাণ ও পূর্বাহ্ন কার্যক্রম সম্পন্নের পর বৈশ্বিক অর্থনীতি বিবেচনা করে এবং ঘরের ডিজাইনের আবারো পরিবর্তন করে প্রতিটি ঘরের বিপরীতে ২,৮৪,৫০০ টাকা হারে বরাদ্দ প্রদান করা হয়। এতে ৫টি উপজেলায় ৯১৪ টি ঘরে ২৬,০০,৩৩,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় লালমনিরহাট জেলার ৩য় পর্যায়ের ও ৪র্থ পর্যায়ের নির্মিত গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার সদয় সম্মতি জানান। এতে ঘরের সংখ্যা হল ৫৮৯টি । জেলা প্রশাসকের তথ্য মতে লালমনিরহাট জেলার (ক) শ্রেণীর ভূমিহীনদের পরিবারের সংখ্যা লালমনিরহাট সদর ৭৫১, ১ম ২য় ও ৩য় পর্যায়ে পূনর্বাসিত পরিবার সংখ্যা ৫৪২ এর মধ্যে উদ্ধোধন হয়নি ১৬ টি অবশিষ্ট ক শ্রেণীর গৃহহীন ভূমিহীন পরিবারের সংখ্যা নির্মাণাধীন ১৮২ টি।
আদিতমারী উপজেলা হালনাগাদ কৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৬৮২ টি। ১থেকে ৩য় পর্যায়ে পুনর্বাসিত পরিবার সংখ্যা ৫৮৫ টি, ৪র্থ পর্যায়ে ৭৫ টি, আর নির্মাণাধীন রয়েছে ২২টি।
কালিগঞ্জ হালনাগাদ হালনাগাদ কৃত ভুমিহীন গৃহহীন পরিবারের সংখ্যা ৮৭৩ ১ম থেকে ৩য় পর্যায়ে পুনর্বাসিত পরিবার সংখ্যা ৬২৫ টি ৪র্থ পর্যায়ে পুনর্বাসিত পরিবার সংখ্যা ১৬৮ নির্মাণাধীন রয়েছে ৮০টি।
হাতীবান্ধা উপজেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ১২০৫ টি ১ম, থেকে ৩য় পর্যায়ে ৯৩৮ টি, এর মধ্যে জেলা পরিষদ এর অর্থায়নে ৩টি ঘর নির্মাণ করা হয়েছে। ৪র্থ পর্যায়ে পুনর্বাসিত পরিবার সংখ্যা ২১০ টি, নির্মাণাধীন রয়েছে ৫৭টি।
পাটগ্রামের উপজেলা হালনাগাদকৃত ভৃমিহীন গৃহহীন পরিবারের সংখ্যা ৪৮৩টি ১ম থেকে ৩য় পর্যায়ে পুনর্বাসিত পরিবার সংখ্যা ৩৯০টি ৪র্থ পর্যায়ে পূনর্বাসিত পরিবার সংখ্যা ৯৩ টি।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানান, আগামী ৩০ জূন ২০২৩ তারিখের মধ্যে অবশিষ্ট ঘর নির্মাণ কাজ সম্পন্ন করণের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক মহোদয় জানিয়েছেন জেলায় আর কোন ভূমিহীন ও গৃহহীন না পাওয়া গেলে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, মেয়রদ্বয়, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে আলোচনাক্রমে আগামী ৩০ শে জুন ২০২৩ তারিখের মধ্যে লালমনিহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার পরিকল্পনার রয়েছে।