বাংলার খবর২৪.কম : জাপানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী যুকু অবুচি পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র দেশটির প্রধানমন্ত্রী শিনজু আবের কাছে জমা দিয়েছেন।
তার বিরুদ্ধে অর্থ অনুদানের তহবিল থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠায় তিনি পদত্যাগ করেছেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অনুদানের অর্থ তহবিল থেকে তিনি তার দলের লোকদের দিয়েছেন এবং অপ্রাসঙ্গীক কাজে ব্যয় করেছেন।
সোমবার জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএইচকে জানিয়েছে, যুকু অবুচি প্রধানমন্ত্রী শিনজু আবের সঙ্গে আধাঘণ্টা বৈঠক শেষে এই পদত্যাগপত্র জমা দেন।