বাংলার খবর২৪.কম : চলতি বছরে শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে গান তৈরি হচ্ছে। এই গানটি গাওয়া হবে লন্ডনে।
‘মালালা’ এ চাইল্ড অব আওয়ার টাইম’ নামে গানটি লিখেছেন পাকিস্তানের সাহিত্যিক বীনা শাহ। পরিচালনা করেছেন জেমস ম্যাকার্তি। আগামী ২৮ অক্টোবর লন্ডনের বার্কিকন সেন্টারে গানটি পরিবেশিত হবে।
পিটিআইয়ে খবরে বলা হয়, এই প্রজন্মের কাছে মালালা হলো অনুপ্রেরণা। বিশেষ করে নারী শিক্ষার কাছে সে আজ আদর্শ বিজ্ঞাপন। তালেবানদের রক্ষচক্ষুকে উপেক্ষা করে নারী শিক্ষার পক্ষে প্রচার চালিয়ে গেছেন। তার এই সাহসী অভিযানকে সম্মান জানাতে তৈরি করা হচ্ছে এই গান। এই গানটি পরিবেশনে লন্ডনের অনেক স্কুল ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করবে।
সূত্র: পিটিআই
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান