ডেস্ক : ঢাকার সাভারে একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার দরগার পাড় এলাকায় আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পয়ঃনিষ্কাশনকর্মী মিঠু (২২), আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানার শ্রমিক মোহাম্মদ আলী ও রাকিব।
ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মকর্তা এমদাদুল হক সাংবাদিকদের বলেন, কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিখোঁজ হয়। পরে আমরা মরদেহ উদ্ধার করেছি।
সাভার ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, সেপটিক ট্যাংক থেকে রাত সাড়ে ৯টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সেপটিক ট্যাংকে আটকে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পুলিশ এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান