বাংলার খবর২৪.কম : বরিশাল নগরী থেকে প্রতারণার অভিযোগে দুই ইউক্যাশ এজেন্ট কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের নগরীর বাংলাবাজার এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত দুইজন হলেন, নগরীর কালিবাড়ি রোড এলাকার অশোক কর্মকারের ছেলে সঞ্জীব কর্মকার (২৬) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার রঞ্জিত চন্দ্র মালাকারের মেয়ে জেইজি রানী (২৫)।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল জানান, বাংলাবাজার এলাকায় সাফিন টেলিকমের মালিক রোববার বেলা ২টার দিকে ওই দুই কর্মীর কাছে ১ লাখ ৬০ হাজার টাকা ইউক্যাশ করার জন্য জমা দেন। কিন্তু ওই টাকা দুই কর্মী সন্ধ্যায়ও ইউক্যাশ মোবাইলের একাউন্টে না দেওয়ায় দোকান মালিক হতাশায় পড়ে যান। পরে টাকার ব্যাপারে ওই দুই কর্মীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা নানা অজুহাত দেখিয়ে বলেন, সোমবার টাকা দেওয়া হবে। কারণ হিসেবে জানতে চাইলে তারা দোকান মালিক সোহেল হাওলাদারকে বলেন,সংশ্লিষ্ট ইউএসবি ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু টেকনিক্যাল প্রবলেম থাকায় ওই টাকা ইউক্যাশ মোবাইলের একাউন্টে পাঠানো যাচ্ছে না।
এ ঘটনায় দোকান মালিক ক্ষুব্ধ হয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই দুই ইউক্যাশ কর্মীকে ডেকে নিয়ে বাংলাবাজার এলাকায় আটকে রাখেন। পরে রাত সাড়ে ১২ দিকে দোকান মালিকের খবরের ভিত্তিতে পুলিশ তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান