আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দুই বোতল দেশীয় মদসহ তাজুল ইসলাম (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজার (এমপি মোড়) থেকে তাকে আটক করে রুহিয়া থানা পুলিশ।
আটককৃত তাজুল ইসলাম ওই ইউনিয়নের মৃত আব্দুল আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বে রয়েছেন বলে ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন রুহিয়া পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু। তবে কোন পদে দায়িত্বে রয়েছেন এমন প্রশ্ন করলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, অভিযুক্ত তাজুল ইসলাম রামনাথ বাজার এলাকায় মাদক বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করা হলে দুই লিটারের দু'টা দেশীয় মদের বোতল পাওয়া যায়।
এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান