ডেস্ক : করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৭৭ জনের মৃত্যু এবং ৮৩ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছেন। আগের দিন (মঙ্গলবার) ৩৩৫ জনের মৃত্যু এবং প্রায় ৪৯ হাজার রোগী শনাক্ত হয়েছিল।
বুধবার (১৫ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১১ হাজার ৪০১ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১১৩ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ৪৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৩৭ জন এবং মারা গেছেন ২৭ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১ জন এবং মারা গেছেন ৪৭ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩ জন এবং মারা গেছেন ১৬ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ২৮ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৩৪৫ জন। এরমধ্যে ৬৮ লাখ ১৩ হাজার ৩০৭ জনের মৃত্যু হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান