রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীর, লালবাগ, বংশাল, ওয়ারি ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৬ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা।
গতকাল ১৩ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারি, কামরাঙ্গীর, লালবাগ, বংশাল ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১০ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬,৬০,০০০/- (ছব্বিশ লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে রাজু ক্যাবলস্ যাত্রাবাড়ী ’কে নগদ ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ইমরান ইলেকট্রনিক্স যাত্রাবাড়ী’কে নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, বাংলাদেশ ট্রাস্ট ক্যাবলস্ যাত্রাবাড়ী’কে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, এসপ্রেস লুব্রিকেন্টস ফতুল্লা’কে নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, সিটি প্লাইউড ইন্ডাস্ট্রিজ কামরাঙ্গীর’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ঢাকা প্লাইউড ইন্ডাস্ট্রিজ কামরাঙ্গীর’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ইমরান কেমিক্যাল কামরাঙ্গীর’কে নগদ- ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা, বিআরডি ক্যাবলস্ কামরাঙ্গীর লালবাগ’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, মুসা ক্যাবলস্ বংশাল’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, সিলভি ক্যাবলস্ ওয়ারী’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ওমর ক্যাবল কারখানা ওয়ারী’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান