ডেস্ক : চীন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’সম্মেলনে চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। মূলত দেশের বিদ্যুৎ ও জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং ও ই-কমার্স খাতে বিনিয়োগ করবে দেশটি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে চীনের প্রতিনিধি দলকে দেশে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া দেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, গত ৪০ বছর ধরে চীনের কাছ থেকে আমদানি করে আসেছে বাংলাদেশ। এখন দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায় চীন। বিনিয়োগের সুযোগ যাচাই করতে চীনা ব্যবসায়ীরা দেশে এসেছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান