মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাট জেলা আইনজীবি সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মতিয়ার- আকমল প্যানেল বিজয়ী হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ গোলাম মোস্তফা নির্বাচনে কোন প্রতিদ্বন্দিতা না থাকায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদকে বিনা প্রতিদ্বন্দিতায় নিরঙ্কুশ বিজয়ী ঘোষনা করেন।
বৃহস্পতিবার (০৯ মার্চ) লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৬ই মার্চ শুক্রবার হবার কথা ছিল,আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, অন্যান্য দলের কয়কজন আইনজীবী মনোনয়ন জমা দিলেও আজ তারা মনোনয়ন প্রত্যাহার করে নেন, ফলে কোন প্রতিদ্বন্দিতা না থাকায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ একক ভাবে বিনা প্রতিদ্বন্দিতায় পূর্ণ প্যানেল বিজয়ী হয়।
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি ২০২৩-২০২৫ ইং সালের পরিচালনার জন্য নির্বাচিত হন, সভাপতি পদে অ্যাডঃমতিয়ার রহমান, সহ সভাপতি অ্যাডঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক অ্যাডঃ আকমল হোসেন আহমেদ, যুগ্ন সম্পাদক পদে অ্যাডঃ শরিফুল ইসলাম রাজু,
কোষাধ্যক্ষ অ্যাডঃ আব্দুর রশিদ প্রধান, লাইব্রেরি সম্পাদক অ্যাডঃ হাফিজুর রহমান হাফিজ, সমাজকল্যান ও সাংস্কৃতি সম্পাদক অ্যাডঃ নজরুল ইসলাম -(২), সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমী, অ্যাডঃ আশরাফ হোসেন বাদল, অ্যাডঃ নজরুল ইসলাম বসুনিয়া (রাজু), অ্যাডঃজাহিদুল হাসান জাহিদ, অ্যাডঃ রফিকুল হাসান খান রুকু,অ্যাডঃ হুমায়ুন খান সুজন, অ্যাডঃ মধুসুদন রায় মধু, অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন সবুজ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান