ডেস্ক : গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে ভবনে বিস্ফোরণে ১৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমিন শর্মা আজ বিকেল পৌনে ছয়টার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটেছে বলে বিকেল ৪টা ৫০ মিনিটে খবর আসে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে চলে যায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়েছে।
দিনমিন শর্মা বলেন, গুলিস্তানের সৈয়দ নজরুল ইসলাম সরণির পাশের সাত তলা একটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় উদ্ধার কাজ চলছে।
তিনি বলেন, ‘মূলত নিচ তলাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রভাব দ্বিতীয় তলাতেও পড়েছে। আমরা এ পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করেছি। অনেকেই আহত হয়েছেন।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান