নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলার সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে কাদিয়ানী বিরোধী মিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন হয়েছে। সোমবার (৬ মার্চ) মিক্ষোভ মিছিল নরসিংদীর জেল খানা মোড় থেকে শুরু হয়ে উপজেলা মোড়ে অবস্থিত নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে থামে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তাওহীদি জনতা।
পঞ্চগড়ে কাদীয়ানি বিরোধী আন্দোলনের শহীদ আরিফুজ্জামানকে হত্যার প্রতিবাদে নরসিংদীতে আয়োজিত হয় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের। মিক্ষোভ মিছিলে নরসিংদী জেলার বিভিন্ন আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র সহ সর্বস্তরের তাওহীদি জনতা অংশগ্রহণ করে। কাদীয়ানি বিরোধী বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হতে থাকে মিছিল ও সমাবেশ।
বিক্ষোভ মিছিল শেষে নরসিংদী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে নরসিংদী জেলার বিভিন্ন আলেম ওলামা গন। আলেম ওলামাগন তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে বসবাস করে। সরকারের কাছে আমাদের দাবী রাষ্ট্রীয় ভাবে কাদীয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক। কাদীয়ানিরা আল্লাহ এর দলিল মানেনা। প্রকাশ্যে ঘোষনা দিয়ে হযরত মোহাম্মদ (সাঃ) শেষ নবী বলে স্বীকার করেনা। ৯২ ভাগ মুসলিমের দেশে আমাদের সবার দাবী ওদের কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।
এছাড়াও আলেম ওলামাগন তাদের বক্তব্যে বলেন, পঞ্চগড়ে আমাদের ভাই আরিফুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওরা বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর আদর্শের লোকেরা যদি বলতে পারে এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, বিএনপির লোকেরা যদি বলতে পারে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমরাও বলতে চাই এক আরিফুজ্জামান লোকান্তরে লক্ষ আরিফুজ্জামান ঘরে ঘরে। কাদীয়ানিদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।
নরসিংদী প্রেসক্লাবেরর সামনে সমাবেশে আলেম ওলামাগন তাদের বক্তব্যে প্রশাসন ও সাংবাদিকদের উদ্যেশ্য করে বলেন, আমরা প্রশাসনের ভাইদের ও সাংবাদিক ভাইদের আমাদের সাথে একাত্ততা ঘোষনা করার জন্য বলব। আপনারা প্রত্যেকে ব্যাক্তিগত ভাবে চিন্তা করে দেখুন। পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত নাজিল করা হয়েছে, হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল। কাদীয়ানিরা নিজেদের মুসলিম দাবী করে অথচ শেষ নবীকে স্বীকার করেনা তাই ওদের কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান