বাংলার খবর২৪.কম
: বাগেরহাটের মোরেলগঞ্জ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে হোগলাপাশ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম হোসেন বাবুল নিহত এবং এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- যুবলীগ নেতার ছেলে রাহাত হোসেন (২২), তার ভাই রিপন হোসেন (৩২) ও প্রতিবেশি জাহাঙ্গীর হোসেন (৩৪) আহত হন। তাদেরকে পাশ্ববর্তী জেলা পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, যুবলীগ নেতা সেলিম হোসেন বাবুল ও সবুজ খান দুইজনেই স্থানীয় যুবলীগের প্রভাবশালী নেতা। কিন্ত এলাকায় আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সকালে প্রতিপক্ষ সবুজের লোকেরা ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম হোসেন বাবুলের (৪৫) দুই পা শরীর থেকে বিছিন্ন করে দেয়। গুরুতর অবস্থায় বাবুলকে পিরোজপুর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান জানান, হামলাকারী সবুজ খান যুবলীগের কর্মী। তবে রাজনীতির জের ধরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে যুবলীগ নেতা সেলিম হোসেন বাবুল ও সবুজ খানসহ তাদের সমর্থকদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান