ডেস্ক : জ্বালানির চাহিদা মেটাতে কাতারের কাছে আরও ১ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
কাতারের আমির আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দোহা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ই এলএনজি চান তিনি। তাকে আশ্বাসও দেন দেশটির আমির।
পরে বাংলাদেশ, নেপাল ও লাওসের সাইড লাইন বৈঠকে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অর্থবহ হতে হবে।
এদিন সরকার প্রধানের সঙ্গে একে একে দেখা করেন জাতিসংঘের বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থা আঙ্কটাপের মহাসচিব রেবেকা গ্রেনস্প্যান, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব ডোরিন বোগদান মার্টিন এবং রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামে।
কাতারে এলডিসি সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা বলেন, গেল এক দশকে দারিদ্রের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশ। করোনা ও যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের জের পড়েছে স্বল্পোন্নত দেশগুলোতে।
তবে দান নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান