ডেস্ক : সৌদি আরবে বাংলাদেশি-সহ ঢাকা দূতাবাসের দুই কর্মকর্তাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দূতাবাসের দুই কর্মকর্তার মধ্যে রয়েছেন ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।
ভিসা দুর্নীতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানিয়েছে।
জানা যায়, এই দুই কর্মকর্তা বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল ঘুষ নিয়েছেন। বাংলাদেশের মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৫৪ কোটি টাকা। এক বছর আগে তারা প্রতিটি ভিসা দেওয়ার জন্য ২২০-২৫০ মার্কিন ডলার আদায় করত।
ওই দুই সাবেক কর্মকর্তা ভিসা দেওয়ার বিনিময়ে ৫ কোটি ৪০ লাখ রিয়াল আদায় করেছেন। তারা এ অর্থের কিছু অংশ সৌদি আরবের বাইরে বিনিয়োগ করেছে বলেও জানানো হয়েছে।