বাংলার খবর২৪.কম : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ ফল প্রকাশ করেন ।
ভর্তি পরীক্ষায় ১,৩০০ আসনের ২১.২৫ হারে মোট ৬,০১১ জন শিক্ষার্থী পাশ করেছে । এর মধ্যে ক ইউনিটে ৬,৪৩১ জনের মধ্যে পাশ করেছে ১,৩০১ জন, খ ইউনিটে ৫,৬৭৭ জনের মধ্যে ৮৫১ জন, গ ইউনিটে ৮,৪১৭ জনের মধ্যে ১,৩৩৬ জন, ঘ ইউনিটে ৭,৭৫৮ জনের মধ্যে ২,৫২৩ জন।
ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ খান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর হয়েছে। ছাত্রদের ভাল পরীক্ষার কারণে ফলাফলও ভালো হয়েছে।
এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সিন্ডিকেট সদস্য শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্নকাঠীস্থ স্থায়ী ও জিলা স্কুল সংলগ্ন অস্থায়ী ক্যাম্পাসসহ ১৪টি কেন্দ্রে তিন শিফটে বিভক্ত করে ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ১৮ বিভাগে ১,৩০০ আসনের বিপরীতে মোট ৩২,৩৭২ জন শিক্ষার্থী ভর্তি ফরম সংগ্রহ করে। ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২৮,২৮৩ জন ।