ডেস্ক : ২০২৪ সালে পদ্মা সেতুতে রেল সংযোগের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে রেলপথ মন্ত্রণালয় আশা করছে, চলতি বছরের জুনেই প্রকল্পটির কাজ সম্পন্ন হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটি সূত্র জানায়, এদিন বৈঠকে পদ্মা সেতুর রেল সংযোগসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা হয়। এ সময় পদ্মা সেতুর রেল সংযোগের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়। এতে পুরো প্রকল্পের ৭৫ শতাংশের বেশি অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। এর আগে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। সেতুটি চালু হওয়ায় রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন ও দ্রুত যোগাযোগ স্থাপন হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান