নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে অপহরণ হওয়া শিশু উদ্ধার ও অপহরণের সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার ৪ আসামী । সোমবার (২৭ফেব্রুয়ারি) নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অপহরণকৃত সারে তিন বছরের শিশু হামিম কে।
পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাসেম ভুইয়া এর সার্বিক দিক নির্দেশনায়, নরসিংদী মডেল থানার মামলা নং-৪৯(2)23 এর তদন্তকারী কর্মকর্তা এসআই আদনান রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে শিবপুর থানা এলাকা হইতে আসামীদের গ্রেফতার করে এবং আসামীদের হেফাজতে থাকা ভিকটিম হাজেরা বেগম এর শিশু সন্তান হামিম (সাড়ে তিন বছর)কে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সুত্রে আরও জানা যায়, মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের মোঃ আরিফ মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৩৫)শারীরিক ভাবে গুরুতর অসুস্থ্য হওয়ায় প্রথমে তাহাকে গত ২০ ফেব্রুয়ারি মনোহরদী উপজেলা স্বাথ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শ মতে ২৩ ফেব্রুয়ারি ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হন হাজেরা বেগম।
হাজেরা বেগম জানান, চিকিৎসা চলাকালে তাহার দুইটি শিশু বাচ্চা যথাক্রমে-হামিম (সাড়ে তিন বছর) এবং তামিম (নয় মাস)দ্বয়কে সাথে নিয়ে হাসপাতালে আসেন । ২৬ ফেব্রুয়ারি দুপুর অনুমানিক ১২.০০ ঘটিকার সময় হাজেরা বেগম অসুস্থ্য বিধায় তাহার বাচ্চাদের পাশে রেখে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে তার সন্তান হামিম কে অপহরণ করা হয়।
পুলিশ আরও জানায়, হাজেরা বেগম ঘুমিয়ে পড়লে ৪ আসামী আসামী পরষ্পর পরষ্পরের সহযোগীতায় হাজেরা বেগম এর শিশু সন্তান হামিম (সাড়ে তিন বছর)কে কৌশলে অপহরণ করে হাসাপাতাল হতে নিয়া যায়। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামীরা এই তথ্য দিয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হল, মোছাঃ লায়লা(৩৬), মোসাঃ ফারজানা আক্তার শারমিন(১৯), মোঃ ফারুক মিয়া(৩৭), শহীদুল্লাহ(৩২)।
এসআই আদনান রহমান রহমান বলেন, " অপহরণ হওয়া শিশু হামিমকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে পৌছানো হয়েছে। এই ঘটনায় জড়িত থাকায় ৪ আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে"।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান