ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সাতদিন পর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার কর হয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করার পর শনিবার সন্ধ্যায় তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন- দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের শাহজাহান আলী (৪২), তালম ইউনিয়নের গুল্টা গ্রামের সুধীর উরাঁওয়ের ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩৯) ও মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের সাধন চন্দ্র বড়াইক (৪৮)।
গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের ভোগমান চারমাথা বাজারে ছেলে রুহুল আমীনের দোকানে বসেছিলেন আব্দুল কুদ্দুস সরকার। এসময় ১০/১৫ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার দুদিন পর সোমবার (২০ ফেব্রুয়ারি) নিহতের বড় ছেলে রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান