রাজধানীর ডেমরা কোনাপাড়ায় খেলতে গিয়ে বাউন্ডারি দেওয়াল থেকে নিচে পড়ে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার ডেমরা কোনাপাড়া আলামিন রোডে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুটির মা রানু বেগম বলেন, ‘বাসায় আমি কাপড়কাচায় ব্যস্ত ছিলাম। সে সময় মেয়ে রায়সা (২) ও ছেলে মো. রাফসান (৭) বাসার সামনের গলিতে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর ছেলে রাফসান বাসায় ফিরে আসলেও মেয়ে আসেনি। কিছু সময় পরে ওই গলিতে একটি বাসার বাউন্ডারির দেওয়ালের উপর হেঁটে খেলতে গিয়ে উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।’
পরে সেখান থেকে বিকাল সোয়া ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত রায়সা নীলফামারী জেলার জলঢাকা উপজেলা উপজেলার মৌজ শৈলমারী গ্রামের রাজমিস্ত্রী রুবেল ইসলামের মেয়ে।
বর্তমানে ডেমরা থানাধীন কোনাপাড়া আলামিন রোড, আমিন হোসেনের টিন সেড বাসায় পরিবারের সাথে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে রায়সা ছিল ছোট।