মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ২০/০২/২৩ ইং রোজ সোমবার জেলা প্রশাসক এর কার্যালয়ে অবস্থিত শেখ রাসেল এর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ লালমনিরহাট জেলা শাখার নেত্রী বৃন্ধ। পরে শেখ রাসেল শিশু পার্কে গিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা ফেরদৌসী বেগম বিউটি
জাতীয় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, প্রাথমিক শিক্ষা পদক-২০১৩ প্রাপ্ত কবি-সাহিত্যিক, গবেষক ও নারী সংগঠক।
উক্ত লালমনিরহাট জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জনাব মোঃ হুমায়ুন কবির হিরু ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৮৯ সালের ২০শে ফেব্রুয়ারিতে “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ” এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এই সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে শিশু শেখ রাসেলের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান