
ফারুক আহমেদ সুজন : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ’র উদ্যোগে গ্রাহক সেবা সহজীকরনের লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চালু করেছে বরিশাল বিআরটিএ। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিআরটিএ বরিশাল সার্কেল অফিসে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স গ্রাহকের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। যার ফলে স্মার্ট গ্রাহকগণ কার্ড ড্রাইভিং লাইসেন্স গ্রহণের জন্য বিআরটিএ অফিসে আসা লাগবে না। গ্রাহকগণ ঘরে বসেই তার কাঙ্খিত ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বি আর টি এর পরিচালক মো: জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা শিকদার,মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা: মুন্সি মুবিনুল হক, বরিশাল বিআরটিএ সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান খান,বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা সহ আরো অনেকে।
বি আর টি এর পরিচালক মো: জিয়াউর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সকল কার্যক্রম আজ থেকে শুরু হলো বরিশাল বিআরটিএতে। প্রার্থীদের লাইসেন্স পেতে সহজীকরণ লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। যাতে কোনো প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে যেতে না হয়। প্রধানমন্ত্রীর ঘোষণায় দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ বদ্ধপরিকর।