পারভেজ বিন হাসান : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও বৈদ্যবাজার এলাকায় পৃথক স্থানে সংখ্যালঘু পরিবারের সদস্যদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এসময় নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
এ অবস্থায় ভুক্তভোগীরা সন্ত্রাসীদের ভয়ে থানায় মামলা করতে পারছে না। তারা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আহতদের আশঙ্কজাজনক অবস্থায় স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা জানায়, উপজেলার নগর জোয়ার গ্রামের তপনচন্দ্র সাহার সঙ্গে ওই এলাকার আতাউর রহমানের বিরোধ চলছিল। এর জের ধরে আতাউর রহমান, আমজাদ হোসেন, ইলিয়াস মিয়াসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী রামদা, হকিস্টিক, ছোড়া, লাঠি নিয়ে তপনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।
এসময় সন্ত্রাসীদের বাধা দেওয়ায় তপন চন্দ্র সাহা, গীতারাণী সাহা, পবিত্র চন্দ্র সাহা, স্বপন সাহা, নেহারী বালা, আরতি চন্দ্র সাহা, কবিতা চন্দ্র সাহা, রজন চন্দ্র সাহা আহত হয়েছেন।
অপরদিকে কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর গ্রামের কালাচাঁন দাসের সঙ্গে একই এলাকার সিরাজুল ইসলামের জমি বিরোধ চলছিল। এর জের ধরে রোববার দুপুরে সিরাজুল ইসলাম, রোকনুজ্জামান, সবুজ মিয়াসহ ১০-১২ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কালাচাঁন দাশের বাড়িঘর ভেঙে দেয়।
এ সময় কালাচাঁন দাশ তার স্ত্রী অনজু রানী দাশ ছেলে নিলট চন্দ্র দাশ ও মা চারুবালা রানী দাশসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কালাচাঁন দাশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী সিরাজুল ইসলাম আমার বাড়িঘর ভেঙে আমাদের পিটিয়ে আহত করেছে। থানায় মামলা না করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।