গাইবান্ধা প্রতিনিধি : জেলার সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. ফেরদৗস আলম জানান, ২৪ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সরকারি ছুটি ব্যতিত অফিস চলাকালীন সময়ে মনোনয়নপত্র ক্রয় ও মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৭ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১৩ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার।
তিনি আরও জানান, আগামী ২৪ আগস্ট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১০ ভোট কেন্দ্রে ওই দিন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
জানা যায়, ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ১শ ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯শ ১২ ও নারী ভোটার ৯ হাজার ২শ ২৪ জন।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আহসান হাবীব জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রঙ্গগত, ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারমান মো. সাইদুর রহমান সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়ে যায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট ও বিধি মোতাবেক উক্ত শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান