মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলায় আজ সোমবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ট্রাফিক-লালমনিরহাট সদরের পক্ষ থেকে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় গোল চত্বর এলাকায় এলাকায় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনের চালক, হেলপার ও প্রতিনিধি ও পদচারীদেরকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
এ বিষয়ে লালমনিরহাট ট্র্যাফিক টিএসআই মোস্তাক, এটিএসআই মৃণাল সহ অন্যান্য
যোগী মিলে সরেজমিনে গোলাপ ফুল দিয়ে চালক, যাত্রী ও পদচারীদের শুভেচ্ছা জানান।
এসময়ে সবাইকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো ও চলাচল করার জন্য আহবান জানিয়েছেন লালমনিরহাট ট্রাফিক পুলিশ।
সাধারণ জনগণ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।