মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: উত্তরের সম্ভাবনাময় পর্যটন শিল্পখাত দেওয়ানী তিস্তা ব্যারেজের নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনসহ যন্ত্রাংশ নির্মাণ কাজ শেষ হওয়ার পরও চাহিদা না থাকার অজুহাতে অযত্ন আর অবহেলায় বছরের পর বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে। তিস্তা ব্যারেজের গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার আধুনিক ও মূল্যবান যন্ত্রাংশ এবং যানবাহন।
বাংলাদেশের উত্তরাঞ্চলের ডালিয়া তিস্তা নদীর উপর ৫৬ টি জলকপাট দিয়ে নির্মিত ব্যারেজটি দেশের বৃহৎত্তম সেচ প্রকল্প। এ প্রকল্পটি লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ৫ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে।
এই ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে। সেচ প্রকল্প ও ব্যারেজটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি উন্নয়ন বোর্ড।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডালিয়া তিস্তা নদীর উপর নির্মিত ব্যারেজের কাজ শেষ হওয়ার পরও পানি উন্নয়ন বোর্ডের দেওয়ানীর যান্ত্রিক গোডাউনে খোলা আকাশের নিচে অযত্ন আর অবহেলায় পড়ে আছে ট্রাক, রেকার, ওয়াগন, ঢালাই মেশিনসহ কয়েকশো কোটি টাকা দামের আধুনিক যন্ত্রাংশ। আর এসব যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে পরে থাকায় জং ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
তিস্তা ব্যারেজ সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আধুনিক এসব যন্ত্রাংশ মেরামতের উদ্যোগ না নেয়ায় ব্যবহার ও চলাচল যোগ্য এইসব যানবাহন, জিনিস ও যন্ত্রাংশগুলো রোদ বৃষ্টি পুরে ভিজে নষ্ট ও চুরি হয়ে যাচ্ছে এ-র যন্ত্রাংশ। অথচ এক সময়ের এসব সচল আধুনিক জিনিস গুলো বর্তমানে অচল হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেকোনো সময় এই সকল জিনিস ও আধুনিক যন্ত্রাংশ অযোগ্য ঘোষনা করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে তিস্তা ব্যারেজের দেওয়ানীর যান্ত্রিক গোডাউন এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন পানি উন্নয়ন বোর্ডের প্রয়োজনে বিদেশ থেকে কোটি কোটি টাকার জিনিস ও যন্ত্রপাতি আমদানি করা হয় অথচ অর্থের অভাবে গোডাউনে পরে থাকা জিনিস ও যন্ত্রপাতি সমুহ মেরামত করা হচ্ছে না। এসকল গাড়ী ট্রাক, বেকার সচল থাকলে দেশের বিভিন্ন উন্নয়ন ও সমস্যার কাজে ব্যাবহার করা যেত। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক শাখার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে পাওয়া যায় নাই।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান এ সব যানবাহন ও যন্ত্র্রাংশ দীর্ঘদিন ধরে পরে থাকায় ব্যাবহার অনুপযোগী অযোগ্য হয়ে পরেছে।এগুলো মেরামত হবে না তাই অচিরে নিলামে তোলা হবে টেন্ডারের মাধ্যমে।
পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারী জানায় শত কোটি টাকা মুল্যের মুল্যবান জিনিসের জন্য দক্ষ জনবল না থাকায় তা রক্ষণাবেক্ষণ না করার ফলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায ব্যাবহার অনুপযোগী হয়ে পরেছে কতৃপক্ষের গাফলতির কারনে। এতে সরকারের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হচ্ছে এ খাত থেকে। কর্তৃপক্ষ নিরব দেখার কেউ নেই।
ব্যারেজ এলাকায় ঘুরতে আসা অনেকেই জানান এই এলাকা পর্যটন শিল্পের ক্ষেত্রে অগ্রনী ভুমিকা রাখবে ও সরকারের রাজস্ব বাড়বে। তাই ব্যারেজের এ বিশাল জায়গায় শিশুপার্ক ও চিড়িয়াখানা নির্মাণ করলে মানুষ আরো বেশী আসবে ও উপভোগ করবে। তারা এগুলো বাস্তবায়ন সহ ব্যারেজ নির্মাণের যন্ত্রাংশগুলো সংরক্ষণ করার দাবি জানান।