নাজমুল হক চৌধুরী, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদী শহরে শ্বশুর বাড়ির লোকজনের দেয়া আগুনে দ্বগ্ধ পাঁচ মাসের অন্ত:স্বত্তা তিশা সাহার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার (১১ফেব্রুয়ারি) সে মারা যায়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি শনিবার রাতে শহরের পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকায় তিশা তার শ্বশুর বাড়িতে আগুনে দ্বগ্ধ হয়।
নিহত গৃহবধূ তিশা পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী। প্রায় দুই বছর পূর্বে পারিবারিক ভাবে তিশা ও কাজল সাহার বিয়ে হয়। তিশা সাহার পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবত তিশা সাহাকে শশুর বাড়ির লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে।
স্থানীয়রা জানায়, গত ৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কাজল সাহার বাড়িতে চিৎকার শোনতে পায় স্থানীয়রা। কিন্তু বাড়ির ভেতরের গেইট বন্ধ থাকায় কেউ যেতে পারেনি। প্রায় ২ ঘন্টা পর রান্না করতে গিয়ে তিশা দ্বগ্ধ হয়েছে জানিয়ে তার স্বামী কাজল সাহাসহ বাড়ির অন্যান্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
শশুর বাড়িতে অগ্নি দ্বগ্ধ তিশার শরীরের বেশীরভাগ অংশ আগুনে পুড়ে যায়। নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে সাতদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে সে মারা যায়।
নিহতের পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে তিশার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। তারা এই হত্যাকান্ডের বিচার চায়।
নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, "ঘটনার সম্পর্কে খোঁজ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে"। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কাসেম ভুইয়া বলেন " তিশা সাহার অগ্নি দ্বগ্ধ হয়ে নিহত হবার ঘটনাটি খুবই মর্মান্তিক। শশুর বাড়ির লোকজন এর সাথে জড়িত থাকলে ওদের আইনের আওতায় আনা হবে, তদন্ত চলছে"।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান