মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে সড়ক পারাপারের সময় ঢাকাগামী পিংকি পরিবহন নামে একটি বাসের ধাক্কায় সাদ (৪) নামের এক শিশু নিহত হয়েছেন।
সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি । নিহত শিশু সাদ উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের সাইদ মোঃ আলম শিমুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পিংকি পরিবহন বাসটি পাটগ্রাম-লালমিনরহট মহাসড়কের জুমারপাড় এলাকায় আসে এ সময় ওই শিশু সড়ক পারাপারের চেষ্টা করলে বাসের ধাক্কায় আহত হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি রাতে মারা যান।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।