মোঃ আঃ রাজ্জাক লালমনিরহাট:লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি গ্রামের এমতাদুল ও নুুরজাহান দম্পতির ১০ সদস্যের পরিবার এদের মধ্যে ৭ জনেই শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী।তাদের
সংসারে ৩ছেলে ও এক মেয়ে রয়েছে স্বামী এমতাদুল সহ সকলেই প্রতিবন্ধী বড় ছেলে নুরনবী ইসলাম( দৃষ্টি প্রতিবন্ধী) তার স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী ও শাশুড়ি দৃষ্টি প্রতিবন্ধী হলেও তারা দুজনে সরকারি ভাতা থেকে বঞ্চিত।
পরিবারের নুরজাহান একমাত্র ভালো ব্যাক্তি হলেও তার আয়ের কোনো উৎস নেই পুস্টিহীনতায় শরীরে কাজ করার ক্ষমতা নেই বাড়ি ভিটা ছাড়া আবাদি জমিও নেই তাদের। দৃষ্টি প্রতিবন্ধী বড়ো ছেলে নুরনবী ইসলাম (২৫)হাটবাজারে গান বাজনা করে যে আয় করে সেটি দিয়েই কোনো মতে সংসার চলে অনেকটাই অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছেন তারা।
এলাকাবাসী নয়ন ও মজিবর জানান এই পরিবারের সকলেই দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী তারা মানবেতর জীবন যাপন করছে সামান্য সরকারী ভাতা ও একজনের আয় দিয়ে সংসার চলে না তাদের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার বলেন পরিবারটির কথা শুনে খারাপ লাগছে আমাদের সকলকে নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।