নাজমুল হক চৌধুরীঃ নরসিংদী শহরের ভেলানগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮ টি দোকান। সোমবার ২৩ (জানুয়ারী) ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকা।
নরসিংদী শহরের ভেলানগর বাজারটি ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত একটি জনবহুল ব্যবসায়ীক কেন্দ্র। এলাকাবাসী ও দোকান মালিক সূত্রে জানা গেছে, সোমবার ভোরে প্রথমে একটি কাপরের দোকানে আগুন লাগে। তারপর আগুন পাশের একটি জুতার দোকানে ছড়িয়ে পরে। পরক্ষণেই কাপড় পট্রি ও জুতা পট্রির কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পরে ভয়াবহ অগ্নিকান্ড ছড়িয়ে পরে।
অগ্নিকান্ডের খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনের ২ টি ইউনিট ও শিবপুরের ৩ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দল মান্নান জানান" আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থনে আসি, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকার উপরে বলে আশংকা করা হচ্ছে"।
এই ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে প্রায় ৮ টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকা। ভেলানগর বাজারের ব্যবসায়ী জামান জানান, " ভোরে একটি কাপরের দোকানে আগুন লাগে, পরে তা আশে পাশের দোকানে ছড়িয়ে পরলে পুড়ে গেছে ৮ টি দোকান"।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান