মোঃ আঃ রাজ্জাক লালমনিরহাট: দুর্বৃত্তদের হামলায় লালমনিরহাট পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬o) নিহত হয়েছেন।
গত শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬o) রাত সাড়ে নয়টার দিকে পাটগ্রাম রসূলগঞ্জ অফিস সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন তার নিজ বাড়িতে পায়ে হেঁটে প্রবেশের সময়কালে দুর্বৃত্তরা তার ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর যখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে আহত বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান।
নিহত বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এডবং পাটগ্রাম উপজেলা পরিশোধ চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের মামা।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পোসমেটামের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে তদন্ত চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান