ডেস্কঃ সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙ্গামাটি সার্কেলে সোমবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা গেছে, অভিযোগের সত্যতা দেখতে দুদক সদস্যরা লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো সেবাপ্রার্থী সেজে ওই কার্যালয়ে যান। পরে দুদকের অন্য সদস্যরা কার্যালয়ে প্রবেশ করেন।
অভিযানে নেতৃত্ব দেন দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান। তারা জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে বেশকিছু অনিয়ম পেয়েছেন। দুদক বলছে, এনফোর্সমেন্ট টিম রাঙ্গামাটি পার্বত্য জেলার বিআরটিএ সার্কেল অফিসে সিএনজি রেজিস্ট্রেশন সংক্রান্তে অতিরিক্ত অর্থ আদায়ের সিন্ডিকেটের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে৷ অভিযান পরিচালনাকারী টিম প্রথমে সেবাপ্রত্যাশী হিসেবে সিএনজি রেজিস্ট্রেশনের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করে। দুদক টিমকে অত্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান যে,এ পর্যন্ত ৮১১ জন সিএনজি মালিক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন যা একটি নির্দিষ্ট রেজিস্ট্রার বই এ গ্রাহকের নাম, ইঞ্জিন নাম্বার এবং গ্রাহকের স্বাক্ষর উল্লেখপূর্বক লিপিবদ্ধ করা হয়৷ পরে গ্রাহক নিজের স্বাক্ষর প্রদান করে নিজে নম্বর প্লেট সংগ্রহ করেন। সিএনজি নাম্বার ডেলিভারি রেজিস্ট্রার পর্যালোচনায় টিম একই ব্যক্তি কর্তৃক একাধিক নাম্বার গ্রহণের প্রাথমিক সত্যতা পায়। ডেলিভারি রেজিস্ট্রারের কোনো ক্রমিক নম্বর অনুসরণ করা হয় নি। তবে আরেক অনুসন্ধান বলছে প্রতি সিএনজি মালিকের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা নিচ্ছে কিছু অসাধু সিন্ডিকেট। টাকা দিলে বিভিন্ন অজুহাতে নাম্বার দিচ্ছে না বিআরটিএ রাঙামাটি।
দেশের একমাত্র রিকশাবিহীন শহর রাঙামাটি। এখানে একমাত্র গণপরিবহন হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান