বাংলার খবর২৪.কম
: রাজধানীর যাত্রাবাড়ীতে পান্না আক্তার ওরফে মিতু (২১) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় জনতা তার স্বামীকে আটক করেছে।
নিহত মিতু যাত্রাবাড়ীর পশ্চিম রায়েরবাগ এলাকার আনিসুর রহমান নান্টুর স্ত্রী। তারা ওই এলাকার ২ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় থাকতেন।
শনিবার দুপুর ৩টার দিকে ওই বাসাতেই খুনের ঘটনা ঘটে।
নিহতের বড় বোন মুক্তা আক্তার জানান, তিন বছর আগে মিতা ও নান্টু নিজেদের পছন্দে বিয়ে করে। আলভী নামে তাদের দুই বছরের একটি ছেলে সন্তান আছে।
নান্টু কোনো কাজ করতো না। স্ত্রী মিতু টিউশানি করে সংসার চালাতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া হতো।
শনিবার দুপুরেও এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে নান্টু ভারী অস্ত্র দিয়ে মিতুর মাথায় আঘাত করে। এতে তার মাথা থেতলে যায় বলে জানান মুক্তা।
মুষূর্ষু অবস্থায় মিতুকে নিহতের স্বামীর বড় ভাই সেন্টু ও মুক্তা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জনতা নান্টুকে আটক করে রেখেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান