নাজমুল হক চৌধুরীঃ নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পাপন দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে পলাশ উপজেলার সামসুর টেকে এই গুলিবিদ্ধের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশ উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে, আজকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল হওয়ার কথা ছিল। দুপুরে মিছিলে অংশ গ্রহণ করার জন্য পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পাপন পলাশ উপজেলায় উপস্থিত হন।
তখন পাপন কে কয়েকজন দুবৃর্ত্ত সামসুর টেকে নিয়ে গুলি করে। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাপনকে পাঠানো হয় নরসিংদী জেলা হাসপাতালে। অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াশাল পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ বলেন" আমরা সবাই উপজেলার সামনে জড়ো হইলে ঘোড়াশাল পৌরসভার সাবেক ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রুবেল মিয়া দল বল নিয়ে আসে। পরে আমাদের কে এখানে পেয়ে মোঃ মোস্তাফিজুর রহমান পাপনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে"।
পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস এর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিএনপির বিক্ষোভ মিছিলে সংঘর্ষ হয়েছে, এই বিষয়ে এখনো অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে"।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান