নাজমুল হক চৌধুরীঃ নরসিংদী জেলার বেলাব উপজেলায় ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বেলাব উপজেলার আমলাব বাজারের চাল ব্যবসায়ী অহিদুজ্জামান মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ এনেছে তার ভাই শহিদুজ্জামান এর বিরুদ্ধে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে এই ঘটনায় প্রেক্ষিতে আমলাব বাজারের কয়েকশো ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৯টায় উপজেলার আমলাব বাজারে ওই ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে তারই সৎ ভাই ট্যুরিস্ট পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) শহিদুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী চাল ব্যবসায়ী অহিদুজ্জামান অহিদ আমলাব বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ।
স্থানীয়রা আহত ব্যবসায়ী অহিদ মিয়াকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। আহত ব্যবসায়ী অহিদুজ্জামানকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনার দিন রাতেই ব্যবসায়ী অহিদুজ্জামানের বড় ভাই সদর উদ্দীন সেন্টু শহিদুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে বেলাব থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে খবর পেয়ে রাতেই বেলাব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থলে পর্যবেক্ষণে আসা (এসআই) মো. কামরুল ইসলাম জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুই ভাইয়ের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। প্রাথমিকভাবে টাকা নেয়ার সত্যতা পাওয়া যায়নি, এই বিষয়ে তদন্ত চলছে"।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান