মোঃ আঃ রাজ্জাক লালমনিরহাট:লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ নারী নিহত হওয়ার ঘটনায় নিহত নারী সুমি আক্তারের স্বামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ | লালমনিরহাট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলী জানিয়েছেন, নিহত সুমি আক্তারের বাবা আজিজুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর মেয়ের স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা করলে শুক্রবার রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবলসতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকাল ১১ টার দিকে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে গিয়ে সুমি আক্তার এবং তার দুই শিশু সন্তান তাসমিনা (১১) ও তৌহিদ (৩) লালমনিরহাট থেকে বুড়িমারী গামী একটি যাত্রীবাহী ট্রেনের নীচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সুমি ও তাসমিনা নিহত হয় এবং ওইদিন বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু তৌহিদের মৃত্যু হয়।
পরে সুমির বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করলে বুড়িমারীতে মা-মেয়ে-ছেলে ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনায় সুমি আক্তারের স্বামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করে থানা পুলিশ।