মোঃ আঃ রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায়, জেলা পুলিশ লালমনিরহাট বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে থাকেন এর ফলে
জেলা পুলিশের সকল সদস্যদের সম্মিলিত চেষ্টায় পুলিশ সপ্তাহ-২০২৩ এ, লালমনিরহাট জেলা পুলিশ (গ-গ্রুপ) মাদকদ্রব্য উদ্ধার অভিযানে প্রথম স্থান অধিকার করেছেন।
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে প্রথম স্থান অধিকার করায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকলকে বলেন।
পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে পরিসংখ্যান অনুসারে এ পদক দেয়া হয়েছে। মাদক চোরাচালান রোধে ব্যাপক সক্রিয় লালমনিরহাট জেলা পুলিশ। বিশেষ করে বর্তমান পুলিশ সুপার সাইফুল ইসলাম অন্যান্য অপরাধের পাশাপাশি মাদকদ্রব্যের উপর করা নজরদারিতে রেখেছেন।
উল্লেখ থাকে যে‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে’- এই প্রতিপাদ্যে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মামুন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমান পুলিশ সুপারের নেতৃত্বে, জেলার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ইস্কাপ সিরাপসহ নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জেলার বিভিন্ন রাজনীতিবিদ, সচেতন ও নাগরিক সমাজের বিজ্ঞ লোকেরা বলছেন যেহেতু আমাদের জেলাটি ভারত সীমান্তবর্তী এলাকা তাই মাদক চোরাকারবারিরা বিভিন্ন কৌশল অবল করে থাকে।
এমত অবস্থায় মাদক চোরাচালান রোধে বর্তমান পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম মহোদয়ের ভূমিকা চোখে পড়ার মতো ও প্রশংসার দাবি রাখে। লালমনিরহাট জেলা পুলিশের মাদক উদ্ধারে যে অর্জন- তা লালমনিরহাটের মাদক নির্মূলে স্মারক হিসেবে থাকবে বলে মনে করেন লালমনিরহাটবাসী।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় লালমনিহাটের প্রতিটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ প্রতিনিয়ত মাদক উদ্ধারে কাজ করছে।
পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আমরা সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। এ বিষয়ে লালমনিহাট জেলার সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান