নাজমুল হক চৌধুরীঃ নরসিংদী পৌরসভার কামার গাঁও শাহী ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মান কাজের শুভ উদ্বোধন। শনিবার (৭ জানুয়ারি) সকালে কামার গাঁও শাহী ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মানের উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র জনাব আমজাদ হোসেন বাচ্চু।
আজ সকালে ঈদগাহ মাঠে কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয় ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মানের কাজ। এসময় আরো উপস্থিত ছিলেন কামার গাঁও ইদগাহ এর সম্মানিত ইমাম, এলাকার মুসল্লিয়ান সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ। নরসিংদী পৌরসভার আওতাধীন কামার গাঁও মহল্লার শাহী ঈদগাহ ময়দান টি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঈদগাহ।
কামার গাঁও এর শত শত ধর্মপ্রাণ মুসল্লি এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ সহ জানাযা, ওয়াজ মাহফিল ও বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আয়োজন করা হয় এই ঈদগাহ মাঠে। কিন্তু সীমানা প্রাচীরের অভাবে ঈদগাহ মাঠ টি রক্ষনাবেক্ষন করতে সমস্যা হয়। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মান করা।
কামার গাঁও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী আজ পুরন করলেন নরসিংদী পৌরসভার জনন্দিত মেয়র জনাব আমজাদ হোসেন বাচ্চু। মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন ” এলাকাবাসীর দাবী পুরন করতে পেরে আজ আমি আনন্দিত, নরসিংদী পৌরসভার যে সাধারণ মানুষের যেকোন দাবী পুরনে আমি সব সময় পাশে আছি”।