ফারুক আহম্মেদ সুজন : অনেক সহ্য করেছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, আর নয়। আওয়ামী লীগ যেভাবে আচরণ করবে, সেভাবেই তাদের জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সোয়া ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনমিয় শেষে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, আমরা চিন্তিত নই, উদ্বিগ্ন নই। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই দেশকে কারো কাছে শৃঙ্খলিত হতে দেব না, পদদলিত হতে দেব না। স্বৈরাচারী এরশাদকে আন্দোলনের মাধ্যমে হটিয়েছি। সময় একটু বেশি লাগতে পারে। বিজয় আমাদের হবেই। দেশের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই বিএনপি আন্দোলন করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, অবৈধ সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে গুম-খুন করাচ্ছে। তাদের টাকা দিয়ে রাজনৈতিক দল ভাঙার চেষ্টা করছে। কাজেই ওই এজেন্সিকে বলবো দল ভাঙা বন্ধ করুন।
তিনি বলেন, আজ বাংলাদেশ যেভাবে চলছে এভাবে চলতে থাকলে নামমাত্র বাংলাদেশ থাকবে। বাংলাদেশের নিজস্ব স্বাধীনতা বলতে কিছুই থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে চট্টগ্রাম বিভাগের বিএনপি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যানের এর সঙ্গে মতবিনিমিয় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দলের ভাইস চেয়ারম্যান মো. মোরশেদ খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) গোলাম আকবর প্রমুখ।