নাজমুল হক চৌধুরী ঃ পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ২০২২ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন। এই নিয়ে টানা দুইবার অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করল নরসিংদী জেলা পুলিশ।
“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে”, পুলিশ সপ্তাহ ২০২৩ এর এ শ্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম এর দক্ষ নেতৃত্বের ফলে নরসিংদী জেলা পুলিশ এ শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার পুলিশ সপ্তাহ ২০২৩ এর তৃতীয় দিনে ২০২২ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে নরসিংদী জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করায় জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
উল্লেখ্য যে, জানুয়ারি ২০২২ হতে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত নরসিংদী জেলা পুলিশ কর্তৃক অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার ক্যাটাগরিতে প্রাপ্ত এ পুরস্কারে ২০২২ এ উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ১০টি, বিদেশী রিভলবার ২টি, দেশি পিস্তল ১টি, বন্দুক ৭টি, পাইপগান ৩টি, ওয়ান শুটারগান ৭টি সর্বমোট ৩০টি অবৈধ আগ্নেয়াস্ত্র। এছাড়া উপর্যুক্ত সময়ে ইয়াবা ট্যাবলেট ৩০৪৫৮ পিস, গাজা ৪৪৯ কেজি, বিয়ার ৭২ বোতল, বিদেশী মদ ৪৮১ লিটার, ফেন্সিডিল ৯১ বোতলসহ হেরোইন ও চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের পাশাপাশি গত এক বছরে অর্থাৎ জানুয়ারি, ২০২২ হতে ডিসেম্বর, ২০২২ খ্রিঃ পর্যন্ত জেলা পুলিশের অভিযানে ধরা পরেছে ১৬০ জন ডাকাত। এসব ডাকাতদের নামে নরসিংদী জেলা ছাড়াও পাশ্ববর্তী জেলা সমূহেও রয়েছে বেশ কিছু ডাকাতি মামলা।
উল্লেখ্য, পুলিশ সুপার, নরসিংদী জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম জানান, ” পুলিশ জনগনের বন্ধু, জনগনের সেবক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে মহা সমারোহ সৃষ্টি করেছে, সেই উন্নয়নের অগ্রযাত্রার সারথি হয়ে জনগনের পাশে থেকে দায়িত্ব পালন করে যেতে চাই”।