অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

প্রচন্ড শীত আর হিম শীতল বাতাসে কাঁপছে নরসিংদী

নাজমুল হক চৌধুরী : সারা দেশের ন্যায় নরসিংদী তীব্র শীতে আর হিম শীতল বাতাসের প্রভাবে কাঁপছে নরসিংদী জেলা আপামর জনসাধারন। আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড শীতের প্রভাবে দূর্ভোগ পোহাতে হচ্ছে জেলার দুস্থ অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা।

গত দুইদিন যাবত প্রচন্ড কোয়াশায় সারাদিন সূর্য প্রায় দেখাই যাইনি। সেই সাথে প্রচন্ড ঠান্ডা বাতাসে জনজীবন নাকাল। ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই প্রচন্ড শৈত্য প্রবাহে সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার নিম্ন আয়ের মানুষদের।
জীবিকার তাগিদে প্রচন্ড শীতকে উপেক্ষা করে রাস্তায় বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। অটোরিকশা চালক সালাউদ্দিন মিয়া বলেন, ” বাড়িত তে না বাইর হইলে সংসার চলব কেমনে, সেই সকালে বাইর হইছি, শীতে রাস্তায় মানুষ নাই, তাই ভাড়া ও পাইতাছিনা”

অসহায় দুস্থদের অবস্থা আরো নাজুক। নাই তাদের পর্যাপ্ত শীত বস্ত্র, না আছে থাকার মত জায়গা। প্রতিদিন স্টেশন সহ শহরের বিভিন্ন জায়গায় নিদারুণ কষ্টে রাত্রি যাপন করেন। নরসিংদী স্টেশনে আশ্রয় নেওয়া মিনার বেগম জানান ” আমগোরে দেখার কেউ নাই, আমরা গরীব না আছে ঘর না আছে কম্বল”। এসব অসহায় দুস্থ দের শীতের প্রভাবে কষ্টের পরিমান সীমাহীন।

তীব্র শীত আর প্রচন্ড কোয়াশায় জেলার খেটে খাওয়া কৃষকদের অবস্থা ও অত্যন্ত নাজুক। প্রচন্ড ঠান্ডায় ফসলের মাঠে কাজ করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বদরপুরের বাসিন্দা কৃষক ফরিদ হোসেন বলেন ” ক্ষেতে ফুল কপি লাগাইছি, ফুল কপি বেইচ্চা সংসার চালায়, যে ঠান্ডা ক্ষেতে কাজ করতে অনেক কষ্ট হয়”
বিশেষ করে নরসিংদী জেলার গ্রামাঞ্চলে শীত আর কোয়াশার তীব্রতা আরো বেশী। যার জন্য ফসলের মাঠে কাজ করতে কৃষকদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

নিম্ন আয়ের মানুষেরা ঘন কোয়াশায় প্রচন্ড শীত থেকে বাচতে বিভিন্ন জায়গায় আগোন পোহাতে দেখা গেছে। শহরের নাহার সিটি এলাকায় নিয়োজিত নির্মান শ্রমিক জুয়েল বলেন ” ভাই যেই শীত পরছে, তাই আগুন পোহায়তেছি। প্রচন্ড শীতে কাঁপছে পুরো জেলার মানুষ। শীতজনিত রুগীর সংখ্যা ও বাড়ছে। নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে শীতজনিত রুগীর সংখ্যা আশংকাজনক ভাবে বেড়েছে।

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান বিভিন্ন জায়গায় অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করেছেন। এছাড়াও বিভিন্ন সংগঠন সেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে কম্বল বিতরন করতে দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

প্রচন্ড শীত আর হিম শীতল বাতাসে কাঁপছে নরসিংদী

আপডেট টাইম : ০৯:৩৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

নাজমুল হক চৌধুরী : সারা দেশের ন্যায় নরসিংদী তীব্র শীতে আর হিম শীতল বাতাসের প্রভাবে কাঁপছে নরসিংদী জেলা আপামর জনসাধারন। আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড শীতের প্রভাবে দূর্ভোগ পোহাতে হচ্ছে জেলার দুস্থ অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা।

গত দুইদিন যাবত প্রচন্ড কোয়াশায় সারাদিন সূর্য প্রায় দেখাই যাইনি। সেই সাথে প্রচন্ড ঠান্ডা বাতাসে জনজীবন নাকাল। ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই প্রচন্ড শৈত্য প্রবাহে সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার নিম্ন আয়ের মানুষদের।
জীবিকার তাগিদে প্রচন্ড শীতকে উপেক্ষা করে রাস্তায় বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। অটোরিকশা চালক সালাউদ্দিন মিয়া বলেন, ” বাড়িত তে না বাইর হইলে সংসার চলব কেমনে, সেই সকালে বাইর হইছি, শীতে রাস্তায় মানুষ নাই, তাই ভাড়া ও পাইতাছিনা”

অসহায় দুস্থদের অবস্থা আরো নাজুক। নাই তাদের পর্যাপ্ত শীত বস্ত্র, না আছে থাকার মত জায়গা। প্রতিদিন স্টেশন সহ শহরের বিভিন্ন জায়গায় নিদারুণ কষ্টে রাত্রি যাপন করেন। নরসিংদী স্টেশনে আশ্রয় নেওয়া মিনার বেগম জানান ” আমগোরে দেখার কেউ নাই, আমরা গরীব না আছে ঘর না আছে কম্বল”। এসব অসহায় দুস্থ দের শীতের প্রভাবে কষ্টের পরিমান সীমাহীন।

তীব্র শীত আর প্রচন্ড কোয়াশায় জেলার খেটে খাওয়া কৃষকদের অবস্থা ও অত্যন্ত নাজুক। প্রচন্ড ঠান্ডায় ফসলের মাঠে কাজ করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বদরপুরের বাসিন্দা কৃষক ফরিদ হোসেন বলেন ” ক্ষেতে ফুল কপি লাগাইছি, ফুল কপি বেইচ্চা সংসার চালায়, যে ঠান্ডা ক্ষেতে কাজ করতে অনেক কষ্ট হয়”
বিশেষ করে নরসিংদী জেলার গ্রামাঞ্চলে শীত আর কোয়াশার তীব্রতা আরো বেশী। যার জন্য ফসলের মাঠে কাজ করতে কৃষকদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

নিম্ন আয়ের মানুষেরা ঘন কোয়াশায় প্রচন্ড শীত থেকে বাচতে বিভিন্ন জায়গায় আগোন পোহাতে দেখা গেছে। শহরের নাহার সিটি এলাকায় নিয়োজিত নির্মান শ্রমিক জুয়েল বলেন ” ভাই যেই শীত পরছে, তাই আগুন পোহায়তেছি। প্রচন্ড শীতে কাঁপছে পুরো জেলার মানুষ। শীতজনিত রুগীর সংখ্যা ও বাড়ছে। নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে শীতজনিত রুগীর সংখ্যা আশংকাজনক ভাবে বেড়েছে।

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান বিভিন্ন জায়গায় অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করেছেন। এছাড়াও বিভিন্ন সংগঠন সেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে কম্বল বিতরন করতে দেখা গেছে।