বাংলার খবর২৪.কম : জাতি গঠনে পরিবার মূল ভূমিকা রাখছে উল্লেখ করে ভারতের সাবেক রাষ্ট্রপতি বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালাম বলেছেন, একটি জাতির মূল ভিত্তি তৈরি হয় পরিবার ও প্রাথমিক শিক্ষা থেকে। প্রত্যেক পিতা-মাতা ও শিক্ষক যেমন পরিবার গড়ে তোলে। তারাই একটি দেশ ও একটি জাতি তৈরি করে।
শনিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম সেশনে গেস্ট অব অনার হিসেবে তিনি এসব কথা বলেন।
এমসিসিআই সম্পর্কে আবদুল কালাম বলেন, পৃথিবীর যেমন সূর্যের চারদিকে ঘুরতে এক বছর সময় লাগে তেমনি এমসিসিআই ১১০ বছর চলার ইতিহাসে অনেক ইন্ডাষ্ট্রিয়াল স্টার তৈরি করেছে।
এমসিসিআই ভারতেরও একটি পরিবার উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সঙ্গে ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রয়েছে। ব্যবসায় বাণিজ্যে এমসিসিআই ১১০ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এ সময় তিনি বাংলাদেশের জগদীশ চন্দ্র বশু, ক্ষুদ্র ঋণের অন্যতম প্রবক্তা ড. মুহাম্মদ ইউনুছসহ নানা মহৎ ব্যক্তির কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি উপলক্ষে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে এমসিসিআইয়ের অবদান সম্পর্কিত বিশেষ প্রকাশনা তৈরি করছে সংগঠনটি। এছাড়া ১১০ বছরের স্মৃতিময় বিভিন্ন ছবি নিয়ে অ্যালবাম আর্কাইভও প্রকাশ করা হয়। এ সময় এমসিসিআই নতুন লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি রোকেয়া আফজাল রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এ আনন্দের দিনে আপনাদের কাছে পেয়ে আরো আনন্দিত হয়েছি। বিশেষ করে ভারতের সাবেক রাষ্ট্রপতি, বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালাম এতো ব্যস্ততার মাঝেও ভারত থেকে ঢাকায় এসেছেন এমসিসিআই’র আমন্ত্রণে।
এমসিসিআই সহ-সভাপতি আনিস এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, ডিসিসিআই সভাপতি শাহাজাহান খান প্রমুখ।